টেকসই ভোগ ও উৎপাদন প্যাটার্ন নিশ্চিত করা
লক্ষ্যমাত্রা ১২ অর্জনে রাষ্ট্রগুলো যা যা করতে সম্মত হয়েছে:
- বর্তমানে সারা বিশ্বে ব্যক্তি ও কোম্পানি-কর্তৃক জনপ্রতি খাবারের যেঅপচয় তা অর্ধেকে নামিয়ে আনা।
- ক্ষতিকর রাসায়নিক দ্রব্যগুলো নিয়ন্ত্রণে ২০২০ সালের মধ্যেআন্তর্জাতিক চুক্তি সম্পাদন নিশ্চিত করা এবং বায়ু, পানি ও মাটির যত্ননেওয়া।
- তিনটি “R” এর সাহায্যে বর্জ্য উৎপাদন হ্রাস করা: হ্রাস (Reduce),পুনর্ব্যবহার (Reuse), এবং পুনর্ব্যবহারোপযোগী করা (Recycle)।
- বড় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম যাতে দায়িত্বপূর্ণ, উন্মুক্ত ও পরিবেশ-বান্ধব হয় তা নিশ্চিত করা।
- জনগণকে অবহিত রাখা, সচেতন করা, এবং প্রকৃতির সাথে মিলেমিশেজীবনযাপনের উপায় বাতলে দেওয়া।